Tuesday, 16 August 2016

আপনার প্রেমিক / প্রেমিকার মোবাইলের Call History দেখার সহজ পদ্ধতি

Be the first to comment!

আমাদের আনেক সময় প্রয়জন হয় প্রিয় মানুষটি কখন কার সাথে ফোনে কথা বলছে সেটা জানার। তাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনার প্রিয় মানুষটির মোবাইলের কল লগ দেখতে পারবেন তার সহজ একটি পদ্ধতি।এটি করার জন্য আপনার প্রিয় মানুষটির মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। এই অ্যাপসটির নাম হচ্ছে এয়ারডাইড।

এটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

এই অ্যাপসটি ইনস্টল শেষে মেইল ও পাসওয়াড দিয়ে লগইন করতে হবে। তারপর সেটিং থেকে শো নোটিফিকেশান আফ করতে হবে। সবশেষে অ্যাপস হাইড সফটওয়ার দিয়ে অ্যাপসটি হাইড করতে হবে।
এরপর আপনার মোবাইলে বা কম্পিউটার এ এয়ারডাইড সফটওয়ার/অ্যাপস ই‡`Lvi নস্টল করতে হবে। তারপর আগের ঐ মেইল ও পাসওয়াড দিয়ে লগইন করতে হবে।এরপর আপনার প্রিয় মানুষটি যখন অনলাইনে থাকবে তখন তার কল লগ ট্রাকিং করতে হবে।তখন তার মোবাইলের কল লগ সব দেখতে পারবেন। একটি শর্ত কিন্তু অবশ্যই মানতে হবে যখন মোবাইলটি অনলাইনে থাকবে ঠিক তখন ট্রাকিং করতে হবে তা না হলে পাওয়া যাবে না। এটি খুব সহজ যখন সে ফেসবুকে আছে তখন সে অনলাইনে আছে। এটা দেখে করলে ও হবে।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment