Tuesday, 16 August 2016

বাংলাদেশে নতুন ফোন আসছে জিওনি

2 Comments

স্মার্টফোন নিমার্তা প্রতিষ্ঠান জিওনি নতুন ফোন বাজারে আনতে যাচ্ছে। চলতি মাসের ২২ তারিখ ‘জিওনি এস৫এস’ নামের ফোনটি উন্মুক্ত করা হবে। ফোনটির ডিজাইন দেখতে অনেকটা জিওনির এস৬ প্রো মডেলটির মতো।

উন্মুক্তের তারিখ ছাড়া ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে প্রযুক্তি বিশ্বে ফোনটি নিয়ে চলছে নানা গুঞ্জন আর ফাঁস হচ্ছে তথ্য।

ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, হ্যান্ডসেটটির ডিসপ্লে হবে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি, যার রেজুলেশন হলো ১৯২০*১০৮০ পিক্সেল। ১.৩ গিগাহার্টজ মিডিয়াটেক এমটি৬৭৫৩ অক্টাকোর প্রসেসর। এতে থাকবে ৩ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট ইন্টারনার মেমোরি। অতিরিক্ত স্টোরেজ সুবিধার জন্য রয়েছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।

ছবি তোলার জন্য ডিভাইসটি পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ক্যামেরার উভয় পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ব্যাটারি সুবিধার জন্য রয়েছে ৩ হাজার ১৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৬.০। এতে আরও রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি ২.০ পোর্ট।

গোল্ড, সিলভার রংয়ের ডিভাইসটি পাওয়া যাবে। তবে ফোনটি মূল্য কত হবে সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

Related Post:

  • 2Blogger Comment
  • Facebook Comment

2 Comments