Tuesday, 16 August 2016

আবারো নেক্সাস ডিভাইসের নতুন রুপ ফাঁস হল

2 Comments

এইচটিসি পরবর্তী দুইটি নেক্সাস ডিভাইস তৈরি করতে যাচ্ছে। ইতোমধ্যে প্রযুক্তি বিশ্বে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। কোড নেইম মারলিন এবং সেইলফিস নামে ডিভাইস দুটি তৈরির কাজ চলছে। ইতোমধ্যে ফাঁস হয়েছে নেক্সাস সেইলফিস ডিভাইসটির ছবি।

অনলাইনে ফাঁস হওয়ার ছবিতে ফোনটি ফ্রন্ট ও ব্যাক সাইট দেখা যায়। এতে দেখা যায় ফোনটি পিছনে রয়েছে ফ্ল্যাশসহ ক্যামেরা, ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ও ডাউন বাটন। সামনে ডিসপ্লের উপরে রয়েছে স্পিকার।

গুঞ্জনের তথ্য মতে, এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি ১০৮০ পিক্সেল ডিসপ্লে এবং ২ হাজার ৭৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

মারলিন এবং সেইলফিস  দুইটি ডিভাইসের ডিসপ্লের পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য থাকবে না বলে ধারণা করা হচ্ছে। ডিজাইননের দিক থেকে দেখতে অনেকটা একই রকম হবে। মারলিন ডিভাইসটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে  ও ৩ হাজার ৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

দুটি ডিভাইসেই থাকতে পারে  ৪ গিগাবাইট র‍্যাম স্টোরে সুবিধা জন্য থাকতে পারে ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। এছাড়া থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি, ব্লুটুথ ইত্যাদি সুবিধা।

ডিভাইসটির মূল্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে চলতি বছর বা আগামী বছরের প্রথমে ডিভাইস দুটি বাজারে আসতে পারে।

Related Post:

  • 2Blogger Comment
  • Facebook Comment

2 Comments