Tuesday 16 August 2016

ঠিক গুগল ট্রান্সলেট এর মত এবার ফেসবুকে আসছে বিভিন্ন ভাষায় অনুবাদের সুবিধা

3 Comments

বিশ্বের বিভিন্ন দেশের মানুষ নানা ভাষায় ফেসবুক ব্যবহার করেন। আলাদা আলাদা ভাষায় পোস্ট দেওয়ার সুবিধাও রয়েছে ফেসবুকে। এ ছাড়া যেকোনো ভাষা থেকে ইংরেজিতে অনুবাদের সুবিধা রয়েছে ফেসবুকে।

একে আরো এক ধাপ এগিয়ে নিতে চাইছে ফেসবুক কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা যেন আরো সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেসবুক এমন একটি  ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে বিভিন্ন ভাষায় ফেসবুকের পোস্টগুলো অনুবাদ করা যাবে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।
এই সফটওয়্যারটির মাধ্যমে আপাতত ৪৫টি ভাষায় যেকোনো পোস্ট অনুবাদের সুবিধা পাওয়া যাবে। এসব ভাষার মধ্যে রয়েছে ফরাসি, ফিলিপিনো, লিথুনিয়ান ভাষা।

বর্তমানে অল্প কিছু ব্যবহারকারী অনুবাদের এই সুবিধা পাচ্ছেন। সবার জন্য উন্মুক্ত করার আগে ফেসবুক কর্তৃপক্ষ এই ফিচারটি আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিতে চাইছে। পাঁচ হাজার ফেসবুক পেজকে এই ফিচারটি ব্যবহারের সুযোগ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অনুবাদের এই সফটওয়্যারটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

ফেসবুকের দেওয়া তথ্যমতে এর ১ দশমিক ৬৫ বিলিয়ন ব্যবহারকারীর মধ্যে অর্ধেকই ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষা ব্যবহার করেন।

Related Post:

  • 3Blogger Comment
  • Facebook Comment

3 Comments