Sunday 4 June 2017

সকল গেমের ও এপের ডলার আইটেম কিনুন ফ্রী তে এন্ড্রয়েড

Be the first to comment!

hello বন্ধুরা কেমন আছো? আসা করি ভালো

আছো——_______ধরুন খুবই মজার কোন গেম খেলতেসেন বা এপ ইউস করতেসেন কিন্তু হঠাৎ করে দেখলেন গেমের ফ্রী কয়েন বা পয়েন্ট শেষ। কি করবেন? নতুন কয়েন বা আইটেম কিনবেন ক্রেডিট কার্ড দিয়ে? কিন্তু আপনার তোহ ক্রেডিট কার্ড নাই বা থাকলেও খরচ করতে চাচ্ছেন না। তাহলে কি উপায়????
উপায় তোহ অবশ্যই আছে। তা হল আপনার অতিসাধের এন্ড্রয়েড ফোন।
তোহ চলুন আজকে দেখি আমরা কিভাবে ডলারওয়ালা আইটেম ফ্রী তে কিনব বা ইউস করব।
১। এই কাজটি করতে হলে আপনার এন্ড্রয়েড ফোনটি অবশ্যই রুট করা থাকতে হবে।
২। এখন gogle থেকে ফ্রীডম এপটি ডাউনলোড করুন।
৩। তারপর ফোন এর নেট কানেকশন অন করুন।
৪। এপটি ইন্সটল করুন। ওপেন করার পর রুট পারমিশন চাইবে। পারমিশন “Grant” করুন।
৫। তারপর আপনার ফোনে ইন্সটলকৃত এপগুলি ফ্রীডম শো করবে।
৬। যে এপ বা গেমের আইটেম হ্যাক করতে চান তাতে টাচ বা টেপ করুন একটু ওয়েট করুন ওপেন হবে।
৭। তারপর ওই গেমের বা এপের ষ্টোরে বা আইটেম যেখান থেকে কিনতে হয় সেখানে যান।
৮। কেনার জন্য টাচ করুন। ভয় পাবেন না। দেখবেন এপের আইটেমএর দাম দেখাবে। আপনি BUY তে টাচ করুন।
৯। হু হু হা হা হা দেখবেন পারচেস সাকসেসফুল দেখাবে।
১০। কি বুজলেন? এইবার খালি গেম বা এপরে বাশ দেন। সব কিনে ফেলেন।
******আরেকটা কথা, যদি আপনি এই কাজটি নেট কানেকশন অফফ রেখে করতে চান তাও পারেন। তার জন্য আপনাকে ফ্রীডম এপটি অপশন থেকে অফলাইন পারচেসে টিক দিয়ে আসতে হবে*******
ধন্যবাদ

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment