Thursday, 1 June 2017

উইন্ডোজ আপডেট ছাড়া যেভাবে Safe রাখবেন আপনার পিসিকে Wanna Cry Attack থেকে।

Be the first to comment!

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। আজকে আলোচনা করব উইন্ডোজ আপডেট ছাড়া যেভাবে Safe রাখবেন আপনার পিসিকে Wanna Cry Attack থেকে। এই পোষ্টটি হল যারা তাদের উইন্ডোজ সব সময় আপডেট দিতে চান না তাদের জন্য। তাহলে শুরু করা যাক।

প্রথমে Control panel বা Settings থেকে Programs and Features জান।


তারপর Turn Windows features on or off এ ক্লিক করুন।


সেখান থেকে SMB 1.0/CIFS File Sharing Support এর চেক বক্স তুলেনিন  ok ক্লিক করুন।
পিসি restart করুন। এখন আপনার কম্পিউটার Safe আছে।
যদি টিউনটি ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না।
আর কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment