Thursday, 1 June 2017

ডিজিটাল মার্কেটিং শিখুন আর দৈনিক আয় করুন 30-40$

Be the first to comment!

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আশাকরি ভালই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ডিজিটিটাল মার্কেটিং সম্পর্কে কিছু বলব। আপনি কি জানেন ডিজিটাল মার্কেটিং কি? অনেকে হয়তো জানের আবার অনেকে হয়তো জানেন না।
ডিজিটাল মার্কেটিং হচ্ছে যে কোন পণ্য অথবা সার্ভিস এর প্রচার প্রচারনা করে ওই পণ্যের ক্রেতা তৈরি করা। ঠিক এই জিনিসটিই অনলাইনে করলে সেটাকে বলা হয় “ডিজিটাল মার্কেটিং।
আজকে আমি যে পদ্ধতি শেয়ার করবো তা খুবি সহজ যা বিগিনার দের জন্য খুবি উপকারি। আমি যে সাইট নিয়ে কথা বলবো আজকে এই সাইটে কাজ করছি বিগিত ১৫ দিন যাবত এবং আমি এখান থেকে খুব ভালো একটা আর্নিং বের করে এনেছি আশাকরি আপনারাও খুব ভালো পরিমান ইনকাম করতে পারবেন। যদি আমার সাথে কাজ করেন।

পশ্চিমা বিশ্বে অনলাইন এ টাকা কামানোর খুবই জনপ্রিয় মাধ্যম 4% group.বাংলাদেশেও 4% group এর মূলনীতি অনুসরণ করে অনেকে অনেক ভাবে টাকা ইনকাম করছেন।
এরই ধারাবাহিকতায় আমি এখানে নতুন কার্যকরী এক পদ্ধতি নিয়ে এসেছি, যার নাম হলো : 3 steps. নাম শুনেই হয়ত বুঝতে পারছেন এ পদ্ধতিতে টাকা আয় এর জন্য তিনটি ধাপ অতিক্রম করতে হবে। এক একবার তিনটি ধাপ সঠিকভাবে শেষ করতে পারলে ১০ ডলার করে বোনাস পাবেন 
আমরা যে ওয়েবসাইট এর মাধ্যমে টাকা ইনকাম করবো, সেটার বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিং ৯৮। তাই বুঝতেই পারছেন, পদ্ধতিটি খুবই জনপ্রিয় এবং কার্যকরী।
এখানে আর্নিং সিস্টেমটা হল আপনি প্রত্যেকদিন যতবার এই চারটা স্টেপ পাড় করতে পারবেন ততোবার আপনি ১০ ডলার করে বোনাস পাবেন। যদি আপনি দিনে ৫ টা করে স্টেপ পাড় করেন তাহলে আপনি পাবেন ১০০ ডলার। পুরোটাই আপনার উপর নির্ভর করে।
এখানে আমি আমার ১৫ দিনের ইনকামের স্ক্রিন শর্ট দিলাম।


এদের উইথড্র প্রসেস টা আমার কাছে ভালো লেগেছে কারন আমরা যারা অনলাইনে কাজ করি তারা প্রায়ই Payza,Payoneer ব্যবহার করি। আর এই দুইটা সাইটই ডিজিটাল মার্কেটিং এর ঐ সাইওট টি সাপর্ট করে।
কাজ করতে যা যা প্রয়োজনঃ
১। Payza অথবা Payoneer একাউন্ট
২। ইন্টারনেট সংযোগ
৩। মার্কেটিং সম্পর্কে ধারনা যা আমি আপনাদের ভিডিওতে দিয়ে দিবো।
আপনারা যদি আমার সাথে কাজ করেন তাহলে আমি আপনাদের কাজ করতে হেল্প করবো। আমার কাছে এইসাইট টাতে কাজ করার দুইটা ভিডিও আছে যারা যারা সিরিয়াস শুধু তারাই আমার সাথে কাজ করতে পারবেন এবং আমি তাদেরকে ঐ ভিডিও গুলো দিবো যাতে তারা সঠিক ভাবে ইনকাম করতে পারে।
আপনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি 

আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment