Friday, 24 February 2017

পাঁচ ফেসবুক মেসেঞ্জারের ট্রিকস

Be the first to comment!


পৃথিবীর জনপ্রিয় মেসেঞ্জার ফেসবুক
মেসেঞ্জার। পৃথিবী জুড়ে ১০০ মিলিয়ন মানুষ
ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন। প্রায় প্রতি
সপ্তাহেই ফেসবুক কর্তৃপক্ষ মেসেঞ্জার এর
কিছু না কিছু আপডেট করে থাকে। ফেসবুক
মেসেঞ্জার ব্যবহারের পাঁচটি ট্রিকস জেন
নিন।
এক. লগইন: ফেসবুক তিনভাবে লগইন করা যায়। ই-
মেইল, ফোন নম্বার এবং ট্রিকস।
দুই.ফেসবুক বট : কিছুদিন আগে ফেসবুক
মেসেঞ্জারে আপডেট করা হয়েছে ফেসবুক বট।
এটা ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট হিসেবেও
পরিচিত।
তিন. স্ক্যান কোড: এই ফিচারের মাধ্যমে
ক্যামেরাকে কাজে লাগিয়ে ফেন্ড
রিকোয়েস্ট এবং মেসেঞ্জারে অ্যাড করা
যায়।
চার. নিক নেম: ফেন্ডসদের নাম পরিবর্তন করে
অন্য নাম রাখা যায়।
পাঁচ. চ্যাট কালার: ফেসবুক মেসেঞ্জারে চ্যাট
ফিল্ড এর রঙ পরিবর্তন করা যায়।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment