পরের আইফোনেও স্যামসাং চিপ, কথাটা শুনে একটু আঁৎকেই উঠলেন হয়ত। কেননা স্যামসাং এবং অ্যাপেলের সম্পর্ক কিছুটা দা-কুমড়া টাইপের, আর সেই আইফোনই কিনা ব্যবহার করছে স্যামসাং এর তৈরী চিপ? আপনি হয়ত এ জেনে অবাক হবে যে এবারই প্রথম না, আসলে আগে থেকেই অ্যাপল ব্যবহার করছে স্যামসং এর তৈরী চিপ।
আর এ নিয়েই প্রযুক্তিপণ্যের বাজারে চলছে জোর গুজব, আইফোনের পরের মডেলেও স্যামসাংয়ের তৈরি চিপ ব্যবহার করবে অ্যাপল। স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের গত কয়েক বছরের হাড্ডাহাড্ডি লড়াই, পেটেন্ট ইসু নিয়ে রেষারেষির মধ্যেও প্রসেসর চিপ কেনাবেচার সম্পর্ক অটুট রেখেছে এই দুই টেক জায়ান্ট।
মার্কিন ব্যবসা ও অর্থনীতিবিষয়ক সাইট ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, তথাকথিত ‘আইফোন ৬এস’-এর জন্য এ৯ প্রসেসর চিপ তৈরি করার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। অ্যাপল চলতি বছরের শেষদিকে স্মার্টফোনটি উম্মোচন করবে বলে গুজব রটেছে প্রযুক্তিপণ্যের বাজারে।
অ্যাপল ও স্যামসাংয়ের প্রসেসর চিপ বেচাকেনার সম্পর্ক বেশ পুরনো। তবে গত বছর স্যামসাংয়ের সঙ্গে চুক্তি ভেঙে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইওয়ান সেমিকন্ডাকটর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সঙ্গে চুক্তি করে অ্যাপল। পেটেন্ট ইসুতে স্যামসাংয়ের সঙ্গে দীর্ঘদিনের আইনি লড়াই চুক্তিভঙ্গের মূল কারণ ছিল বলে মন্তব্য করেছে ম্যাশএবল।
তবে এ বিষয়ে এ্যাপল থেকে এখন পর্যন্ত কিছুই জানা যায় নি। এমনকি স্যামসাংও এ বিষয়ে কোন রকম কোন তথ্য প্রকাশ করে নি।
প্রযুক্তিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের দেওয়া তথ্যমতে, চিপ শিল্পের শতকরা ৭.৬ ভাগই অ্যাপলের দখলে। ২০১৪ সালে শুধু প্রসেসর খাতেই ২ হাজার ৫৮০ কোটি ডলার খরচ করেছে প্রতিষ্ঠানটি। অপর দিকে স্যামসাং এর বিক্রি গতবছরের মাঝামাঝি থেকেই কমতে শুরু করেছে। ফলে স্যামসাংও নতুন কিছু করে দেখাবার চেষ্টায় আছে। এমনকি বিক্রি বাড়াতে তারা বিভিন্ন মোবাইল সেটের উপর বিভিন্ন ডিসকাউন্টও দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে।
অপর দিকে অন্য একটি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমও স্যামসাং এর চিপ ব্যবহার করবে বলে যানা গেছে। তারা তাদের মোবাইলের জন্য Snapdragon 820 প্রসেসর ব্যবহার করবে।
তবে এর প্রায় সবই এখন পর্যন্ত গুজব হিসাবে ছড়াচ্ছে, সাস্তবতায় কি হবে তা দেখতে হলে আমাদের আইফোনের রিলিজের সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বা কোন সঠিক তথ্য দেবার সোর্স থেকে জানতে হবে।

Post a Comment