Friday, 2 June 2017

বাংলালিংক রমজান অফার ২০১৭ ৫৫টাকায় ২জিবি ইন্টারনেট প্যাক.

Be the first to comment!

বাংলালিংক রমজান অফার ২০১৭ ৫৫টাকায় ২জিবি
ইন্টারনেট প্যাক
বাংলালিংক সিমে পাবেন ধারুন এক ইন্টারনেট অফার।
কারণ আপনি বাংলালিংক সিমে পাবেন মাত্র ৫৫টাকায়
২জিবি ইন্টারনেট।
অফারটি সকল বাংলালিংক সিম ব্যাবহারকারি কিনতে
পারবেন। এটি এই রমজানের অফার।
আপনি ২জিবি ইন্টারনেট এর মেয়াদ পাবেন ৭দিন
এবং রাত ১২টা থেকে সকাল ১২টা পর্যন্ত ব্যাবহার
করতে পারবেন।
বাংলালিংক ২জিবি ইন্টারনেট প্যাকটি কিনতে ডায়াল করুন
*5000*77# প্যাকটির মূল্য ৫৫টাকা।
বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চ্যাক করার কোড
*5000*500# অফারটি বন্ধ করতে চাইলে ডায়াল করতে হবে *5000*636#
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment